ঢাকা, বুধবার   ০১ মে ২০২৪

শুরু হচ্ছে বাঙলা মূকাভিনয় গবেষণা কেন্দ্রের কর্মশালা 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:১৮, ১২ মে ২০২২ | আপডেট: ১১:৪৪, ১২ মে ২০২২

বাঙলা মূকাভিনয় গবেষণা কেন্দ্রের আয়োজনে ১২ মে, বৃহস্পতিবার থেকে আগামী ১৬ মে পর্যন্ত শুরু হচ্ছে পাঁচ দিনব্যাপী জাতীয় মূকাভিনয় কর্মশালা-২০২২। ঢাকার জাতীয় নাট্যশালার মহড়া কক্ষে এ কর্মশালা চলবে।

বাঙলা মূকাভিনয় গবেষণা কেন্দ্র বাংলাদেশের নিজস্ব মূকাভিনয় রীতি নির্মাণের ষোঘণা দিয়ে সম্প্রতি ঢাকায় গঠিত হয়েছে। 

উক্ত কর্মশালার পরিচালক হিসাবে যুক্ত আছেন মাইম আইকন কাজী মশহুরুল হুদা। সমন্বয়কারী ও প্রশিক্ষক হিসাবে আছেন রিজোয়ান রাজন। 

এছাড়া অন্যান্য প্রশিক্ষকদের মধ্যে আছেন- নাট্যজন জাহিদ রিপন, কবি শাহেদ কায়েস, মূকাভিনয়শিল্পী শহিদুল মুরাদ এবং নৃত্যশিল্পী মাসুম আল সবুজ।

মূকাভিনয়ের তাত্ত্বিক, ব্যবহারিকসহ দৃশ্যকলার নানা বিষয় এই কর্মশালায় অন্তর্ভূক্ত থাকবে।
এসএ/
 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি